Wap4dollar.com

Thursday 25 June 2015

১৩০ ফরজের বিস্তারিত

★★★ ১৩০ ফরজের বিস্তারিত ★★★

১৩০ ফরজের বিস্তারিত........ ফরজের সংখা নিয়ে মতভেদ রযেছে। অধিকাংশ ওলামায়েকেরামের মতামতের ভিতিতে ১৩০ ফরজের বর্ণনা দেওয়া হলো:

★ মুসলমানের পাচ রোকনে ৫ফরজ

১) কালিমা।
২) নামাজ।
৩) রোজা।
৪) হজ্জ ও
৫) যাকাত

★ চার মাযহাবে ৪ ফরজ

১) হানাফী মাযহাব।
২) সাফেয়ী মাযহাব।
৩) হাম্বলী মাযহাব ও
৪) মালেকী মাযহাব

★ পাচ ওয়াক্ত নামজের নিয়তে ৫ ফরজ

১) ফজর।
২) জোহর।
৩) আসর।
৪) মাগরিব ও
৫) এশার।

★ পাচ ওয়াক্ত নামাজের সতেরো রাকআতে ১৭ ফরজ

১) ফজরের ২ রাকআত।
২) জোহরের ৪ রাকআত।
৩) আসরের ৪ রাকআত।
৪) মাগরিবের ৩ রাকআত ও
৫) এশার ৪ রাকআত।

★ ঈমানের ৭ ফরজ

১) আল্লাহর  ঈমান আনা।
২) তার প্রেরিত রাসূলের ওপর ঈমান আনা।
৩) আল্লাহর ফেরেশতাদের ওপর ঈমান আনা।
৪) আল্লাহর কিতাব সমূহের ওপর ঈমান আনা।
৫) তাকদীরের ওপর ঈমান আনা।
৬) মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার ওপর ঈমান আনা ও
৭) কিয়ামতের ওপর ঈমান আনা।

★ অজুতে ৪ ফরজ

১) সমস্ত মুখমন্ডল ধৌত করা।
২) উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা।
৩) মাথার এক-চতুর্থাংশ মাসাহ করা ও
৪) উভয় পায়ের গিরাসহ ধৌত করা।

★ গোসলে ৩ ফরজ

১) কুলি করা।
২) নাকের ছিদ্রের ভিতরে পানি পৌছানো।
৩) সর্বাঙ্গ উওমরূপে ধৌত করা।

★ পাচ কালিমায় ৫ ফরজ

১) কালিমায়ে তাইয়েবা।
২) কালিমায়ে শাহাদাত।
৩) কালিমায়ে তামজীত।
৪) কালিমায়ে তাওহীদ ও
৫) কালিমায়ে  রদ্দেকূফর।

★ তায়াম্মুমে ৩ ফরজ

১) নিয়ত করা।
২) সমস্ত মুখমন্ডল মাসাহ করা ও
৩) উভয় হাতের কনুই পর্যন্ত মাসাহ করা।

★ নামজের পূর্বে আরকানে ৬ ফরজ

১) জায়গা পাক।
২) শরীর পাক।
৩) পোশাক পাক।
৪) সতর ঢাকা।
৫) কেবলামুখি হয়ে দাড়ানো ও
৬) নিয়ত করা।

★ ত্রিশ রোজায় ৬০ ফরজ

১) ত্রিশ রোজায় ৩০ ফরজ এবং
২) ত্রিশ রোজার নিয়তে ৩০ ফরজ।

1 comment: