Wap4dollar.com

Saturday 15 August 2015

ইসলামিক প্রশ্ন ও উওর-----

❖ হাদিস মোতাবেক মুসলমানদের কোন ছেলেদের বিবাহ করা উচিত?    
উত্তর: আয় রোজগারে সক্ষম ছেলেদের।                                       

❖ হাদিস মোতাবেক ভালবাসার সবচেয়ে বড় দুশমান কোনটি?
উত্তর:বেরর্দা প্রথা ও স্ত্রী-পুরুষের অবাধ মেলা মেশা।        
❖ কোন আমল করলে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন।                  

উত্তর:দরুদ শরীফ একবার পাঠ করলে।                                      

❖ কোন সূরা পাঠ করলে হজ্জ করার সৌভাগ্য হবে?                              

উত্তর:সূরা রাহমান।                                                   

❖ কোন স্ত্রী লোকের কবরে বেশী আযাব হবে?                                  

উত্তর:স্বামী বা স্ত্রী যদি বিনা কারণে তলাক দেয়।                                

❖ কার সঙ্গে স্ত্রীকে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যাবে? 
উত্তর:স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা হারাম।
যেমন:স্বামী বলল তোমার চোখ,নাক,মুখ ইত্যাদি আমার মায়ের মতো।(মুসলিম)
❖ কোন ব্যক্তির কবরে আযাব হবে না?
উত্তর:যদি কোন মুমিন জুমার দিনে বা রাতে মারা যায়।
❖ কোন সূরা ৩বার পাঠ করলে ১খতম কুরআন পাঠ করার ছওয়াব পাওয়া যায় ?        

উত্তর:সূরা ইখলাস।
❖ কোন কাজ করিলে পাপের মাত্রা কমিতে থাকে?
উত্তর:কালেমা মাহাদাত বেশি বেশি পাঠ         
❖ কিয়ামতের দিনে হিসাব সহজভাবে নেয়ার দোয়া- উচ্চারণ:রাব্বানা ইন্নাকা জামিউন নাসি

লিইয়াও মিল লারাইবা ফিহী, ইন্নাল্লাহা লা ইউখ্ লিফুল মিয়াদ।
অর্থ:হে আমাদের রব!তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব-নিকাশের জন্য

একনদিন একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই।নিঃসন্দেহে আল্লাহ তায়ালা কখনোই ওয়াদা

ভঙ্গ করেন না। (সূরা আলে ইমরান-৯)
❖ শেষ বিচারের দিনে আল্লাহর সন্তুষ্টি চেয়ে দোয়া- উচ্চারণ:রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির

লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার।
অর্থ:হে আমাদের মালিক! আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান এনেছি, এরপর আমাদের থেকে

যেসব গোনাহখাতা হয়ে যায় তা তুমি ক্ষমা করে দাও এবং শেষ বিচারের দিনে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও।

No comments:

Post a Comment