Wap4dollar.com

Wednesday 12 August 2015

নামাজের ফরজ ও ওয়াজিব সমূহ

★ নামাজের ফরজ ও ওয়াজিব সমূহঃ

নামাযের প্রধান মাসয়ালা মাসায়েল নামাযের নিয়ম-কানুন ও মাসয়ালা-মাসাযেল অনেক। নামায শিক্ষার বইতে তা পাওয়া যায়। এখানে এ বিষয়ে শুধু বিশেষ জরুরী কথাগুলো পেশ করা হচ্ছে :
নামাযের ফরয ও ওয়াজিব কয়টি তা ভালভাবে জানা প্রয়োজন। ফরয ও ওযাজিব ছাড়া বাকী সবই সুন্নাত ও মুস্তাহাব। ফরয ও ওয়াজিবগুলো চিনে নিলেই চলে এ সম্পর্কে তিনটি কথা জরুরী।
১. নামাযে কোন ফরয ভুলে বাদ পড়ে গেলে আবার নতুন করে নামায পড়তে হবে।
২. নামযে কোন এক বা একাধিক ওয়াজিব ভুলে বাদ পড়ে গেলে নামায শেষ করার আগে সহু সিজদা দিলেই নামায হয়ে শুদ্ধ যাবে।
৩. ফরয ও ওয়াজিব ছাড়া অন্য কিছু বাদ পড়ে গেলেও নামায নষ্ট হবে না; যদিও ত্রুটিযুক্ত হবে।
তাই কোনটা কোনটা ফরয আর কোনটা কোনটা ওয়াজিব তা না জানলে সঠিকভাবে নামায আদায় করা সম্ভব নয়।

নামাযে ১৪টি ফরয নামাযে মোট চৌদ্দটি ফরযের মধ্যে নামায শুরুর আগেই ৭টি ফরয, আর নামাযের ভেতরে ৭টি ফরয ।


(ক) নামাযের বাইরের ৭টি ফরয :
শরীর পাক, পরনের কাপড় পাক, নামায পড়ার স্থান পাক, সতর ঢাকা, কিবলা রোখ হওয়া, ওয়াক্ত চিনে নামায পড়া ও নিয়াত করা।


(খ) নামাযের ভিতরের ৭টি ফরয :
তাকবীর তাহরীমা, দাঁড়ানো, কিরাআত, রুকু, সিজদা, শেষ বসা ও মুসল্লীর ব্যক্তিগত কাজের মাধ্যমে নামায শেষ করা ।এক্ষেত্রে সালাম সর্বোওম কাজ।


সব নামাযে মোট ১১টি ওয়াজিব

১. সূরা ফাতিহা পড়া,

২. সূরা ফাতিহার পর কুরআনে আরও কিছু পড়া,

৩. রুকুতে কিছুক্ষণ বিলম্ব করা,

৪. রুকুথেকেউঠে স্থিও হয়ে দাঁড়ানো

৫. সিজদায় কিছুণ বিলম্ব্ করা,

৬. দু’ সিজদার মাঝে স্থির হয়ে বসা

৭. প্রত্যেক বৈঠকে তাশাহুদ পড়া,

৮. সালাম শব্দ দ্বারা নামায শেষ করা,

৯. ফরয ও ওয়াজিবগুলো তারতীব মতো আদায় করা,

১০. ফরয নামাযে ফজর, মাগরিব ও ইশায় আওয়াজ করে কিরাআত পড়া এবং যোহর ও আসরে আওয়াজ না করা।

১১. তা’দীলে আরকান অর্থাৎ নামাযের রুকনসমূহ (কিরাআত, রুকু, সিজদা ) ধীরে সুস্থে আদায় করা ।



★ অতিরিক্ত আরও ৩টি ওয়াজিব

১. তিন ও চার রাকাআতের নামাযে দুরাকাআতের পর বসা।

২. বিতরের নামাযে দোয়া কুনুত পড়া।

৩. দু ঈদের নামাযে তাকবীর পড়া

আসুন এই নিয়ম গুলা মেনে নামাজ কায়েম করি ........…….

★ নামাযের আরকানসমূহ
১। (ফরয নামাযে) সামথ্য হলে কিয়াম (দাঁড়ানোর সময় দাঁড়িয়ে নামায পড়া)
২। তাকবীরে তাহ্রীমা পড়া।
৩। (প্রত্যেক রাকআতে) সূরা ফাতিহা পড়া।
৪। রুকু করা।
৫। রুকু থেকে উঠে খাড়া হওয়া পড়া।
৬। (সাষ্টাঙ্গে) সিজদাহ করা।
৭। সিজদাহ থেকে উঠে বসা।
৮। দুই সিজদার মাঝে বৈঠক করা।
৯। শেষ তাশাহহুদ পড়া।
১০। তাশাহহুদের শেষ বৈঠক করা।
১১। উক্ত তাশাহ্হুদে নবী (সাঃ) এর উপর
দরুদ পাঠ করা।
১২। দুই সালাম করা।
১৩। সমস্ত রুকনে ধীরতা ও স্থিরতা করা।
১৪। আরকানের মাঝে তরতীব ও পর্যায়ক্রম করা।


naimnourose.blogspot.com

No comments:

Post a Comment